Wednesday, July 29, 2015

নারী সম্পর্কিত ২০টি বিখ্যাত উক্তি | একবার হলেও পড়া উচিত আপনার

চিরন্তন বানী



১। স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন পত্নী পুলকিত হয়েন।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২। মেয়েরা গণেশের মত, মা দূর্গার চারপাশে পাক দিয়ে যে জগত দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মত সারা পৃথিবী ঘুরে আসে অথচ কি দেখে তা তারাই জানে না।
  -সমরেশ মজুমদার।

৩। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।
  -সমরেশ মজুমদার ।

৪। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।
  -সমরেশ মজুমদার।

৫। নারী সম্পর্কে আমি একটি বই লিখছি; কয়েকজন মহিলা আমাকে বললেন, অধ্যাপক হয়ে আমার এ-বিষয়ে বই লেখা ঠিক হচ্ছে না। আমি জানতে চাইলাম, কেনো ? তাঁরা বললেন, বিষয়টি অশ্লীল !
  -হুমায়ূন আজাদ।

৬। বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় ; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবা দাসী।
  -হুমায়ূন আজাদ। 

৭। ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে
  -হুমায়ূন আজাদ।

৮। অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়
  -হুমায়ূন আজাদ। 

৯। শাড়ি পরে শুধু শুয়ে থাকা যায়; এজন্যে বাঙালি নারীদের হাঁটা হচ্ছে চলমান শোয়া
  -হুমায়ূন আজাদ।

১০। ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয়, দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে; কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতংকিত হয়ে পড়ে
  -হুমায়ূন আজাদ ।

১১। গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র
  -হুমায়ূন আহমেদ।

১২। কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত
  -হুমায়ূন আহমেদ।

১৩। তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না।
  -হুমায়ূন আহমেদ।

১৪। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবত
 -হুমায়ূন আহমেদ।

১৫। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ
  -হুমায়ূন আহমেদ।

১৬। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি।
  -হুমায়ূন আহমেদ।

১৭। প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে
  -হুমায়ূন আহমেদ ।

১৮। নারীর বয়স তার দেহে, পুরুষের বয়স তার মনে।
  -প্রবাদ।

১৯। পৃতিবীতে যত হিংস্র প্রানী আছে তার মধ্যে মেয়েরা অন্যতম।
  -মেনানডির।

২০। মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার
  -পিথাগোরাস।


আরো পড়ুন ভারতের প্রেসিডেন্ট  A. P. J. Abdul Kalam এর সংক্ষিপ্ত জীবনী ও ঊনার বিখ্যাত কিছু উক্তিসমূহ।

  


Tuesday, July 28, 2015

Clipper Pro 2.4.6 APK Download | Clipper Plus with Sync

Clipper Plus 2.4.6 APK

Hi, today I am back with a best and powerful clipboard manager for android. Clipper plus with sign is very essential apk for android. My opinion is, This apk is the good apk in google play store, and in play store this apk need to pay for $1.64.

Clipper Plus is a powerful clipboard manager that automatically saves everything you copy. Access your collected clippings later and organize them in lists. Copy, paste, view, edit and share their contents. Store repetitive pieces of text in Clipper and copy them whenever you need to take control of copy and paste with Clipper

·Online clipping and note synchronization. Have your clippings on hand on all your units and think about   them online at ClipperSync.com.

·Limitless gathered clippings. Maintain greater than the 20 latest clippings or disable automated cleanup  utterly.

·Dynamic values. Position the present date and time on your customized snippets.

·Clipping search. In finding what you’re searching for simply.

·New settings and options. Select whether or not to gather each and every clipping manually, and more.

·No ads. Clipper Plus is completely ad free, and your purchase supports development. And of-course, the entire base options of Clipper Free-

·Automatic & seamless clipboard history and extension. All copied textual content is gathered and saved for later use. Don’t worry about copying over anything important.

·Straightforward clipping group and editing. Replica a clipping again to the clipboard with a single tap. Define customized folders for storing your amassed clippings. View, edit and extract contents.

·Quick and easy access. Open Clipper through your standing bar for speedy get entry to to your assortment. Predefine fast snippets for straightforward copying and take your notes in Clipper.

·Pictures/media/information: import & export backup performance to interior storage or SD card


ভারতের প্রেসিডেন্ট A P J Abdul Kalam এর সংক্ষিপ্ত জীবনী | বিখ্যাত উক্তি

apj abdul kalam

সংক্ষিপ্ত জীবন পরিচিতিঃ আব্দুল কালাম আজাদ ২৫ জুলাই ২০০২ থেকে ২৭ জুলাই ২০০৭ পর্যন্ত ভারতের ১১তম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সী (অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের) রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।এবং ২০১৫ খ্রিস্টাব্দের ২৭শে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় স্থানীয় সময় সন্ধ্যে ৬:৩০ নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকে বেথানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যে ভারতীয় স্থানীয় সময় ৭:৪৫ নাগাদ তাঁর মৃত্যু ঘটে।কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন তিনি পদার্থবিদ্যা ও বিমান প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন।এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে ‘ভারতের ক্ষেপনাস্ত্র মানব’ বা ‘মিশাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালে পোখরান-দুই পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।
২০০২ সালে কালাম তৎকালীন শাসকদল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।

apj abdul kalam

আব্দুল কালামের বিখ্যাত কিছু উক্তিঃ

১। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।

২। স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে তোমাকে স্বপ্ন
দেখতে হবে।

৩। ঘুমের মধ্যে যা তুমি দেখো, সেটা স্বপ্ন না। যা
তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই স্বপ্ন।

৪। শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো
আকস্মিক ঘটনা নয়।

৫। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার
ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে
পারবে।

৬। সাফল্যকে উপভোগ করার জন্যই জীবনে প্রতিবন্ধকতা
প্রয়োজন।

৭। আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ ভারত প্রদান
করতে পারলেই তারা আমাদের মনে রাখবে। অর্থনৈতিক
সমৃদ্ধি এবং সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা
সম্ভব।

৮। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন
অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব
ঘটায়।

৯। শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানের প্রেরণা,
সৃষ্টিশীলতা, উদ্যোগী মনোভাব এবং নৈতিক নেতৃত্ব
সৃষ্টি করার মাধমে তাদের আদর্শ হয়ে উঠা একজন
শিক্ষাবিদের দায়িত্ব।

১০। আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব
আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ
করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেয়ার জন্য
চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

১১। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের
মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে
পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।

১২। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,
অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস
থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে।
এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ
প্রজন্মের প্রতি এই আমার বার্তা।

Monday, July 27, 2015

CoxsBazar is the longest sea beach in the world | Natural wonder

coxsbazar
Would you like to see hill, river, sea at a glance? Than welcome you to Cox's Bazar. Cox's Bazar is the world's longest uninterrupted natural beach. The total area of Cox's Bazar sea-beach is 125 kilometers but it has more than 100km (62.5 miles) of sand. The beach is located in the south division of Bangladesh, also known as the Cox's Bazar district.
Cox's-Bazar sea-beach is very attractive tourist place in Bangladesh. It is very favourite place where tourists are like to bath under the open air.

The name Cox's Bazar was derived from its founder, Captain Hiram Cox (died 1799). He founded the very attractive beach in 1798. The Cox's Bazar beach started only as a small port and health resort.The feeling of cox's bazar sea-beach is just amazing and there is no word to express. Its marvelus to play with water and sand.
Sunset from angels point coxsbazar
The beach is well appreciated during sunsets and sunrise, where people can witness the sea as it changes its colors twice in a day. There are also establishments around the beach where visitors can shop for fine hand-made clothes, shoes, dresses, and other fancy showpieces. Cox's Beach Bazar also offers the finest foods. There are restaurants around the area offering the finest foods for its guests.
There are also other wonderful places to see around the Cox's bazar. One of these is the beautiful Himchori waterfall, located 18 kilometer south of Cox's Bazar sea beach.

Himchori is the most attraction for the tourists around CoxsBazar. Himchori is famous for see it's waterfall, though in the winter season it dwindles but during the rainy season it's really a fabulous and  full waterfall can be enjoyed.
This is the most visited place in the district, with its beautiful refreshing green hills and the wonderful water fall, where visitors can bathe and swim apart from the sea itself.

Himchori Coxsbazar Beach

Getting Himchori:
From Kalatali stand, it is only 15-minute ride to entry, if you take a taxi or  local transport. You can also rent a car from coxsbazar.

Outstanding Features of Himchori:
1) wonderful waterfall. 2) Himchori national park. 3) Broken Hill. 4) Christmas Tree. 

Bangladesh got some special nature of beauty himchori is one of them. The natural beauty of himchori is too nice that it will charm everyone. Himchori is located in CoxBazar district. Actually Cox-Bazar is totally a tourism spot.Cox'sBazar really is the place best recommended for people who seeks for serene and relaxing vacation. Every Cox'sBazar trip will surely please and satisfy everyone.

A beautiful scenery of Himhori and CoxsBazar sea beach... 

Sunday, July 26, 2015

Basic For Begineer of C programming learner.

Those who are interest to learn to C language, see this topic and try to understand. Here is a example of C language and bellow this here are some description of all symbols which is used this program. so, lets see -

Best RAR and ZIP creator and unpacker RAR, ZIP, TAR, GZ, BZ file in android mobile.


Rar is the one apk for android which can be extract or compressed a file or folder. This is my best choice apk fro android. It's user interface is very friendly.